রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখার শাহবাজপুরে লন্ডন প্রবাসীকে সংবর্ধনা ও মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে মেরিন ট্রাভেলস এন্ড ট্যুর’র এর উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা ও সহপাঠীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগস্ট শুক্রবার বিকেল ৩টায় শাহবাজপুর বাজারস্থ শামসুদ্দিন সুপার মার্কেটে মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মেরিন ট্রাভেলস এন্ড ট্যুর’স-এর সত্ত্বাধিকারী জুবের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা সফর উদ্দিন।

বক্তব্য রাখেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান, মিজানুর রশিদ আহমদ, বড়লেখা বাজারের ব্যবসায়ী আব্বাস উদ্দিন, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস স্বপন, আব্দুল জব্বার, শাহবাজপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী মোঃ বদরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, রুহেল আহমদ মাস্টার, মাসুদা আক্তার, বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দলিল লেখক তাজ উদ্দিন প্রমুখ।