শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

পরোপকারী এক গুণী মানুষের সাথে কিছুক্ষণ



বিজ্ঞাপন

লেখকের সাথে গুণীজন জোবের আহমদ

এম.এম আতিকুর রহমান:: দুটি পাতা একটি কুঁড়ির দেশ মৌলভীবাজার। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলাটি। এখানে অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি রয়েছেন। তারা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। দেশ ও জাতীর কল্যাণে তাদের অনেক অবদান রয়েছে। তাঁদের মধ্যেই এক গুণীজন জনাব জোবের আহমদ। নানা চড়াই-উৎরাই পেরিয়ে তিনি আজ এক সুমহানস্থানে সমাসীন।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ঢেউপাশা গ্রামের এক বনেদী পরিবারে তাঁর জন্ম। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী মরহুম হাজী আব্দুল লতিফ ও মরহুমা আলবি বেগমের ৭ সন্তানের মধ্যে ৩য় পুত্র তিনি। জন্ম ১৯৬৮ সালে। ছাত্র জীবন থেকে পিতার ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠান হাবিব লাইব্রেরির মাধ্যমেই তিনি যুক্ত রয়েছেন। পিতার মত তিনিও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মৌলভীবাজার জেলা সভাপতির গুরু দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ৭ সেশনের ডাইরেক্টর। জেলার প্রথম শ্রেণির কন্ট্রাক্টর হিসেবেও প্রায় ৩ দশক থেকে কাজে নিয়োজিত। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। জোবের আহমদ ও রাবেয়া আহমদ রেবা ৫ কৃতি সন্তানের জনক -জননী। ১ম কন্যা আতিয়া আহমদ ইতু সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। ২য় কন্যা নাবিলা আহমদ ঈশাত শমসেরনগর বি.এফ শাহীন কলেজ থেকে সাফল্যের সাথে জিপিএ ৫ পেয়ে এইচএসি উত্তীর্ণ হন। ইতোমধ্যে আমেরিকার বিখ্যাত গ্র্যান্ড ভ্যালি স্টেইট ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে গত ৮ আগস্ট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশ্যে গমন করেন।

৩য় কন্যা নাজিফা আহমদ জান্নাত মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে এইচএসি ফাস্ট ইয়ারে অধ্যয়নরত। ৪র্থ পুত্র সন্তান সংগীত শিল্পী ইমাদ আহমদ জাহান মৌলভীবাজার দ্যা ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ৭ম শ্রেণীতে অধ্যয়নরত। ৫ম পুত্র সন্তান হাবিব আহমদও সংগীত শিল্পীর পাশাপাশি মৌলভীবাজার দ্যা ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।

অমায়িক বন্ধুবৎসল মহৎ ও পরোপকারী দ্বীনদার ব্যক্তিত্ব জোবের আহমদের অনেক গুণের মধ্যে সততা এবং নিষ্ঠা অন্যতম। আমরা তাঁর এবং পরিবারের সুস্থতা, দীর্ঘ জীবন ও সার্বিক সাফল্য কামনা করছি।

লেখক: কলামিস্ট প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক বড়লেখা।