তাইসির মাহমুদ :: পূর্ব লন্ডনের বার্টেড রোডে সহপাঠীর ছুরিকাঘাটে নিহত তরুণ আলিমুজ্জমানের জানাযা পড়লাম শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে। এদিন আলিমসহ আরো ৫ জনের জানাযা অনুষ্ঠিত হলো। জানাযার আগে জুমার খুতবায় ইমাম আব্দুল কাইয়ূম আলিমুজ্জামানের হত্যাকাণ্ডের বিষয়টি আলোচনায় নিয়ে এলেন।
মূলত খুতবায় বিষয়বস্তু ছিলো সৎ ও অসৎ সঙ্গ প্রসঙ্গে। সৎ সঙ্গে স্বর্গে বাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। আলিমুজ্জামান তাঁর সঙ্গীদের দ্বারা ছুরিকাহত হয়ে প্রাণ হারিয়েছেন। ইমাম আব্দুল কাইয়ূম জীবনে সৎ সঙ্গের গুরুত্ব বুঝাতে গিয়ে একটি উদাহরণ দিলেন । উদাহরণটি আমার কাছে চমৎকার মনে হয়েছে। তাই এটি শেয়ার করার তাগিদ অনুভব করলাম ।
তিনি বললেন, সৎ সঙ্গী হলো আতর বা সুগন্ধী বিক্রেতার মতো। আর অসৎ সঙ্গী একজন কর্মকারের মতো। কেউ যখন কোনো আতর বা সুগন্ধীর দোকানে যায় তখন সে কিছু আতর কিনে। না কিনলেও আতর বিক্রেতা বিনাপয়সায় শরীরে কিছু আতর লাগিয়ে দেন। আর না লাগিয়ে দিলেও আতরের দোকানে কিছুক্ষণ থাকার কারণে জামা-কাপড়ে আতরের সুগন্ধ এমনিতেই চলে আসে। কিছুক্ষণ হলেও শরীরে আতরের সেই সুঘ্রাণ লেগে থাকে। কোনো জায়গায় বসলে পাশের মানুষটিও সেই আতরের সুঘ্রাণ পেয়ে থাকে। ঠিক তেমনি যখন কেউ সৎ বা ভালো মানুষের সঙ্গে চলাফেরা করে তখন তার মধ্যে ভালো লোকটির ভালো কাজের কিছু প্রভাব পড়ে থাকে। সে কিছু শিখতে পারে ।
অন্যদিকে যখন কোনো মানুষ একজন কর্মকারের (যিনি বাজারে লোহা গরম করে পিঠিয়ে দা-কুড়াল তৈরি করেন) দোকানে গিয়ে তার পাশে বসে, তখন ফেরার সময় সে কিছু ধুলোবালি নিয়ে ফিরে। কর্মকারের দোকানের আগুনের স্ফুলিঙ্গ তার পরনের কাপড় ফুটো করে দেয়। সুন্দর জামা কাপড় ময়লা হয়ে যায়। ধূলো-বালিতে তার হাত মুখ কালো হয়ে যায়।
ঠিক তেমনি কেউ যখন কোনো খারাপ সঙ্গীর সাথে চলাফেরা করে তখন সঙ্গীর খারাপ প্রভাবগুলো তাকে প্রভাবান্বিত করে। সে তখন ভালো কাজ ছেড়ে মন্দ কাজের দিকে ঝুঁকতে থাকে। সিগারেট খাওয়া শিখে। এরপর সিগারেট থেকে গাঁজা, হেরোইন, মদ ইত্যাদির প্রতি আসক্ত হয়ে এক সময় জীবনে সর্বনাশ ডেকে আনে। যেভাবে সম্ভাবনাময় তরুণ আলিমুজ্জামানের জীবনের করুণ ইতি ঘটলো। খারাপ সঙ্গীর সাথে চলাফেরার কারণে এক সময় সঙ্গীরাই তাঁকে দিনে দুপুরে রাস্তায় উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করলো ।
তাই আসুন, আমরা আমাদের সন্তানদের প্রতি যত্নবান হই। সবসময় তাদের ব্যাপারে সতর্ক থাকি- তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে। নতুবা খারাপ সঙ্গী সন্তানের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে।
লেখক: তাইসির মাহমুদ
সম্পাদক, সাপ্তাহিক দেশ
শনিবার, ২২ জুন
ডেগেনহ্যান, পূর্ব লন্ডন।
আরও পড়ুন:
বড়লেখায় সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দরের বিরুদ্ধে বিক্ষোভ, সড়ক অবরোধ
তিলকে তাল করা হয়েছে, মুরব্বি পাঠিয়েছি, এরপরও তাঁরা সশস্ত্র বিক্ষোভ করেছে —সুন্দর
বড়লেখায় সালিশে উপস্থিত না হওয়ায় দুই ভাইকে সমাজচ্যুত!
ছেলের জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন বড়লেখার এক ‘মা’!
আরব আমিরাতে সুস্থ হয়ে উঠছেন বড়লেখার বেলাল
হবিগঞ্জে স্ত্রীর দেওয়া কিডনিতে বাঁচলো স্বামীর জীবন
বড়লেখা সদর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন: আ’লীগের একক প্রার্থী সিরাজ
গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত দিলালের অবস্থা সংকটাপন্ন
সুনামগঞ্জে জামিন চাইতে গিয়ে কারাগারে আ’লীগ নেতা
ইরানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের মৃত্যু ঘোষণা
দক্ষিণ আফ্রিকা থেকে লাশ হয়ে ফিরছেন সিলেটের সুমন