সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

চুনারুঘাটে চা বাগানের পাহারাদারকে কুপিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

হবিগঞ্জের চুনারুঘাটে অমর তাঁতী (৫০) নামে চা বাগানের এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার গিলানী চা বাগানে এ ঘটনাটি ঘটে। ২১ জুন শুক্রবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

নিহত অমর তাঁতী গিলানী চা-বাগানের পাহারাদার এবং একই বাগানের একটি নতুন টিলার লক্ষণ তাঁতীর ছেলে। তিনি গিলানী ২৬ নং বাগানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।


পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে বাগানের উদ্দেশ্যে বেড়িয়ে পরে অমর। কিন্তু রাত ১টার উপরে বেজে গেলেও সে কাজে না যাওয়ায় অন্য প্রহরীরা অমর তাঁতীর বাড়িতে ফোন করে। কিন্তু তার বাড়ি থেকে জানানো হয় সে রাত ১০টার দিকে বাগানের উদ্দেশ্যে বেড়িয়ে গেছে। পরে বাগানের বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায়ে তার ক্ষত-বিক্ষত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, নিহত অমর তাঁতী প্রচুর পরিমাণে মদ পান করতেন। ধারণা করা হচ্ছে কয়েকজন মিলে মদ পান করার পর কোনো বিষয় নিয়ে সম্যার কারণে তাঁর সাথে থাকা অন্যরা তাকে কুপিয়ে হত্যা করেছে।