জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ শিক্ষাছাড়া কোনো দেশ বা জাতি কখনও উন্নতি করতে পারে না। তিনি বলেন, সারাদেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। এজন্য দেশ এগিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
হুইপ ৮ অক্টোবর সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ কাজে ব্যয় হবে প্রায় ৮২ লক্ষ টাকা।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান।
অনুষ্ঠানে আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিনুল হক, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির সওদাগর, দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ জুয়েল, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মহিউদ্দিন আহমদ গোলজার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোশাইদ আহমদ, জেলা পরিষদ সদস্য শহিদুল হক শিমুল, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন যুবলীগের নেতা গৌছ উদ্দিন প্রমুখ।