সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে কে কত ভোট পেলেন…
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচনে জগ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল ৪ হাজার ১ শত ৫৯ ভোট বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩হাজার ৯ শত ৫৭ ভোট।

মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) পেয়েছেন ৩ হাজার ৫ শত ৫৬ ভোট ।

নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৩ হাজার ৩ শত ৫৪ ভোট।

কোন কেন্দ্রে কে কত ভোট পেলেন:
১নং এমসি একাডেমী কেন্দ্র: জগ প্রতীকে আমিনুল ইসলাম রাবেল পেয়েছেন ২৩৭ ভোট, এই কেন্দ্রে নারিকেল গাছ প্রতীকে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৫শত ৮৮ ভোট, নৌকা প্রতীকে জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩শত ২১ ভোট ও মোবাইল প্রতীকে গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৫৩ ভোট।

২নং ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৩১ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ১ হাজার ৪শত ৮৭ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ১ শত ৮২ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৩৩ ভোট।

৩নং ঘোষগাও মাদ্রাসা কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৩৮ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৬২৫ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৩৫১ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ১৫১ ভোট।

৪নং হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ১হাজার ৩শত ৬৫ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৫৬ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ১৭৯ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৫৬ ভোট।

৫নং দাড়ি পাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ১হাজার ১শত ৮১ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৬৮ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ২২০ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ২০৭ ভোট।

৬নং ঘোগারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৪ শত ৯০ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ১২৯ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৫৭৬ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৬৮৩ ভোট।

৭নং রনকেলী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৫৫ ভোট, মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৫৫ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৯৭৯ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৯৭৯ ভোট।

৮নং কোয়ালিটি স্কুল কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ৫ শত ২২ ভোট। এই কেন্দ্রে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ২৪৫ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৬২১ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৪৭৫ ভোট।

৯নং সৈয়দ তানবীর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র: আমিনুল ইসলাম রাবেল (জগ) পেয়েছেন ২ শত ৩০ ভোট পান। এই কেন্দ্রে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারিকেল গাছ) পেয়েছেন ৮১ ভোট, জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) ৫৪১ ভোট ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) ৯১৯ ভোট পান।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১হাজার ৬শত ৩২জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন।