মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে র‍্যালী, সমাবেশ ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালী শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক পদক্ষিন করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে নিসচা বড়লেখা উপজেলা শাখা ও কেন্দ্রীয় কমিটির যৌথ সহযোগিতায় বিকেল তিনটায় ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহার স্বরুপ দুগ্ধজাত ছাগল বিতরণ এবং আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ-উল ইসলাম প্রিন্স, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মুহিত আহমেদ, আতিকুর রহমান, সাংবাদিক এম এম আতিক, নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক তপন চৌধুরী, মোহাম্মদ হানিফ পারভেজ, মোহাম্মদ তারেক হাসনাত, আশফাক আহমদ, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্তাসিম মাহদি।

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, কার্যনির্বাহী সদস্য জমির উদ্দিন, ওলিউর রহমান পারভেজ, জাকারিয়া আহমদ, শাহরিয়ার শাকিল, সাদিকুর রহমান, শাহাব উদ্দিন, এহসান আহমদ, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ প্রমুখ।

এসময় নিসচার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। সংবাদ বিজ্ঞপ্তি