শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ: বড়লেখা সীমান্তে রোহীঙ্গা আটক



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারের বড়লেখার বড়াইল সীমান্ত এলাকা থেকে মো. আইয়ুব (২৫) নামে এক রোহীঙ্গাকে আটক করেছে বিজিবি। শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়।

আইয়ুব কক্সবাজার জেলার উখিয়া কতুপালং শরনার্থী শিবিরের বাসিন্দা আমির সাধুর ছেলে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে পুলিশ স্কটের মাধ্যমে রোহীঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির লাতু বিজিবির টহল কামান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এসময় একজন লোক ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় ঘোরাফেরা করছিল। রাত আনুমানিক তিনটার দিকে বিজিবি সদস্যরা ওই যু্বককে আটক করে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদকালে সে নিজেকে রোহীঙ্গা পরিচয় দিয়ে জানায়, তার নাম মো. আইয়ুব। কিছু দিন আগে সে বাংলাদেশ থেকে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। গত ০৮ সেপ্টেম্বর আসাম পুলিশ তাকে আটক করে মহিশাষন বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সে কাটাতার পার হয়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল এলাকায় সীমান্তের মেইন পিলার ১৩৬৭ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বিজিবি সূত্র জানায়, আটকের পর বিএসএফ রোহীঙ্গা যুবক মো. আইয়ুবকে আইনী প্রক্রিয়া ছাড়াই রাতের আধারে কাটাতারের বেড়া খুলে বাংলাদেশে পুশব্যাক করেছে।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, আটক রোহীঙ্গা যুবক মো. আইয়ুবকে পুলিশ স্কটের মাধ্যমে রোববার রোহীঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।