শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শায়েস্তাগঞ্জে ইভিএমে ভোট দেয়া নিয়ে সংশয়ে ভোটাররা



বিজ্ঞাপন

নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেবেন পৌরসভার ভোটাররা। কিন্তু ইভিএমে কীভাবে ভোট দিতে হবে তা অনেকেই জানেন না। এ বিষয়টি নিয়ে অনেকেই কৌতূহলে রয়েছেন। এর কারণ হিসেবে তারা বলছেন, আগে তারা ইভিএমে ভোট দেননি। আবার ভোট কত শতাংশ কাস্ট হবে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে প্রার্থীদের মাঝে।


নির্বাচনের বাকি মাত্র ১৪ দিন। কিন্তু এখন পর্যন্ত ইভিএমে ভোট কীভাবে দিতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়নি ভোটারদের। অনেক ভোটার ভোট দিতে পারবেন কি-না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

পৌর এলাকার উবাহাটা গ্রামের তরুণ ভোটার মোরশেদ আহমেদ বলেন, ‘কীভাবে ইভিএমে ভোট দিতে হয় তা তো জানি না। কোনো প্রশিক্ষণ না দিলে কীভাবে ভোট দেব।’

পৌর এলাকার মহলুলসুনাম গ্রামের শেখ ই আর ইকবাল বলেন, ‘অনলাইনে দেখে শেখার চেষ্টা করছি ইভিএমে কীভাবে ভোট দিতে হয়। একটা বিষয় বুঝতে পেরেছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জাল ভোট দেয়ার কোনো সুযোগ নেই ইভিএমে।’

উদয়ন আবাসিক এলাকার বাসিন্দা মো. আল-আমিন সোহাগ বলেন, ‘সারাদেশের মধ্যে প্রথম ধাপে শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু ইভিএমের মাধ্যমে ভোট কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে পৌরবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারণ ইভিএমে ভোট দেয়ার বিষয়ে সাধারণ মানুষের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।’

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ইভিএমের মাধ্যমে ভোট প্রদান একটি শতভাগ নির্ভুল পদ্ধতি। এখানে ভোট কারচুপির কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘ইভিএমে ভোট প্রদান করলে জাল ভোট যেমন দেয়া যায় না, পাশাপাশি ভোট বাতিলও হয় না। স্বয়ংক্রিয়ভাবে ভোট গণনা করা যায়। যেহেতু প্রথমবার ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে সেজন্য আমরা ২৬ ডিসেম্বর মক ভোটিং করব। সেখানে প্রশাসনের উপস্থিতিতে কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, আমরা তা শিখিয়ে দেব।’

এদিকে, শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপির মেয়র প্রার্থীসহ ছয়জন মেয়র, ৩৫ জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন।


ইভিএমে ভোট দেয়া নিয়ে সংশয় থাকলেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাসুদউজ্জামান মাসুক, বিএনপির মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ অলি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো. ছালেক মিয়া, বিদ্রোহী প্রার্থী ফজল উদ্দিন তালুকদার, বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম শিবলু, স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম শীতলসহ বিভিন্ন ওয়ার্ডের ৩৪ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১৪ মহিলা কাউন্সিলর প্রার্থী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।