মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হবিগঞ্জের খোয়াই নদীতে হাত-পা বাঁধা নারীর লাশ



বিজ্ঞাপন

নিউজ ডেস্ক: হবিগঞ্জের খোয়াই নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের চৌধুরী বাজারের খোয়াই নদীর কিবরিয়া ব্রিজের কাছ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দৌস মুহাম্মদ।


স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি আরও জানান, পুলিশ উদ্ধার লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।