হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২ জনের মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার স্বস্তিপুর গ্রামের বারিন্দ্র সরকারের ছেলে ইরেশ সরকার (২৮) ও একই উপজেলার করগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র দাশ জানান, গত বুধবার সন্ধ্যার পর মহাসড়কের সাতাইহাল এলাকায় একটি মোটরসাইকেল ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী ইরেশ এবং মোটরসাইকেল আরোহী সোহেলসহ ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের ৮ জনের মধ্যে ইরেশ ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।।