অাজ সকালের লন্ডন। দ্বিতীয় বিশ্বের মানুষের স্বপ্নের অার এ স্বপ্নভঙ্গের শহরের ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছেন একজন মানুষ। লন্ডনসহ যুক্তরাজ্যের প্রায় শহরেই রাস্তায় বসবাস করা মানুষের সংখ্যা বিপুলভাবে বাড়ছে। ট্রেন অার বাস ষ্টেশন, সুপার মার্কেটের সামনে রাত বাড়লে চোখে পড়ে ঘুমন্ত মানুষের সারি। ডাষ্টবিনে খাবার কুড়িয়ে খাচ্ছে মানুষ। জনবান্ধব এ রাষ্ট্রের স্যোশাল সার্ভিস এত মানুষের অাপাতত অাবাসন দিয়ে কুলিয়ে উঠতে পারছে না।
অাবাসন সেক্টরে কাজ করর সূত্রে জানি, ঘরহারা মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়র কারণ শুধু যে অভাব, তা নয়। হতাশাজনিত মানসিক বিপর্যয়, কাজের প্রতি অনাগ্রহ অার মাদকও এর জন্য দায়ী। ছবিটি অাজ রোববার সকালে পুর্ব লন্ডনের।
লেখা: মুনজের আহমদ চৌধুরী
ছবি: কামাল চৌধুরী