বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জুড়ী প্রতিনিধি

জুড়ী প্রতিনিধি



বিজ্ঞাপন

মৌলভীবাজারের জুড়ীতে আয়শা বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি সোমবার বেলা ১টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আয়শা বেগম উপজেলার বেলাগাঁও গ্রামের সাইফুর রহমান সায়েব আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বেলাগাঁও গ্রামের সাইফুর রহমান সায়েব আলীর স্ত্রী আয়শা বেগম (২৪) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভীড় জমান। ঘটনার খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নাম প্রকাশ না করে প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানান, আয়শার পা দু’টি ওড়না দিয়ে পেছন দিকে বাধা ছিল এবং গলায় রশি পেছানো অবস্থায় ঘরের তীরের সাথে লাশ ঝুলানো ছিল। ঘটনার পর থেকে আয়শার স্বামী প্রবাসী সাইফুর পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, প্রায় ৬ বছর আগে বেলাগাঁও গ্রামের সাইফুর রহমান সায়েব আলীর সাথে আয়শার বিয়ে হয়। তাদের ঘরে কোনো সন্তান নেই।