সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়ায় গৃহবধূর লাশ উদ্ধার
কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া প্রতিনিধি



বিজ্ঞাপন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিল্পি আক্তার (৩০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ নভেম্বর বুধবার বিকেল ৪টার দিকে পারভীনের স্বামীর বাড়ি উপজেলার পশ্চিম কর্মধা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শিল্পি উপজেলার পশ্চিম কর্মধা গ্রামের রশীদ মিয়ার স্ত্রী এবং ভাটেরা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত ইউনুছ মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানান যায়, শিল্পির স্বামীর সাথে বিগত কয়েকদিন যাবৎ দাম্পত্য কলহ চলছিলো। গত বুধবার বেলা ৩টার দিকে এমন একটি ঘটনার জেরে সে ঘরের তীরে সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

কুলাউড়া থানার এসআই ইয়াসিন মিয়া বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারনা করছি এটা আত্মহত্যা। তিনি বলেন, লাশের ময়নতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।