মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটের সমাবেশ সফলে ঐক্যফ্রন্টের বৈঠক
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

আগামী ২৪ অক্টোবর সিলেটের সমাবেশ সফল করতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বৈঠক করেছেন। সোমবার সকাল ১১টায় জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে (ইডেন কমপ্লেক্স, ২/১-এ, আরামবাগ, মতিঝিল) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ২৪ তারিখের জনসভার কাজ সমন্বয় করার জন্য জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাজাহান ও সাবেক ছাত্রনেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে দায়িত্ব দেয়া হয়। সভায় মনিরুল হক চৌধুরীকে সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।

জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মোশতাক আহমেদ স্বাক্ষরিত বার্তায় এসব তথ্য জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জগলুল হায়দার আফ্রিক, শহীদুল্লাহ কায়সার, হাবিবুর রহমান হাবিব, আ ও ম শফিক উল্লাহ, মমিনুল ইসলাম, মোশতাক আহমেদ প্রমুখ