রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

লাশ ফেরতের দাবিতে সিলেটে রাস্তা অবরোধ
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি অটোরিকশা চালক সাইদুলের (২৮) লাশ ফেরতের দাবিতে সিলেট নগরীতে রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। রোববার রাত ৯টার দিকে নগরীর উপশহর পয়েন্টে রাস্তা অবরোধ করে পরিবহন শ্রমিকরা।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকির বলেন, ঘটনার খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে জৈন্তাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস পৌছে দুর্ঘটনায় নিহত সিএনজি চালকের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক বলেন, নিহত সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রির্পোট করে তাঁর মা’র কাছে লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুরে সারীঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হন ।

ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক সাইদুল নিহত হন।

আহতরা হলের- কুমিল্লা জেলার লাডুচো থানার ব্রাহ্মনপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী নিলুফা (৩৫), জাকির হোসেনের মেয়ে উম্মে হানি (২০), আমিরুল ইসলামের মেয়ে হাফসা (১০)।