বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ফেঞ্চুগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা



বিজ্ঞাপন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আলিশা জামান অন্নি (১৫) নামে নবম শ্রেণীর একছাত্রী আত্মহত্যা করেছে। ২০ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের মুমিনপুর গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রী উপজেলার মাইজগাঁও ইউনিয়নের মুমিনপুর গ্রামের খসরুজ্জামানের বড় মেয়ে। অন্নি ফারজানা গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে আলিশা জামান অন্নি গোসলের কথা বলে গোসলখানায় যায়। পরে প্রায় এক ঘন্টা অতিবাহিত হবার পর সে বের না হওয়ায় তার মা শাহেনা জামান তাকে ডাকাডাকি করেন। এতে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন ডেকে এনে দরজা ভেঙে চালের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যত্যা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার এএসআই মারুফ আহমদ জানান এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।