শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় ১৫২টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব



বিজ্ঞাপন

এ.জে লাভলু:
মৌলভীবাজারের বড়লেখায় প্রতিবছরের মতো এবারও উপজেলার ১৫২টি মন্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরমধ্যে ১৩৩টি মন্ডপে সার্বজনীন ও ১৯টি ব্যক্তিগত মন্ডপ রয়েছে। দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। অধিকাংশ মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে।

এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিয়ম সভা করেছে বড়লেখা থানা পুলিশ। ৭ অক্টোবর রোববার বিকেলে পৌর শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর সেবাশ্রম আদিত্যের মহালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক।

সভায় পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিধান চন্দ্র সাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ পালের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহসভাপতি গোপাল দত্ত, পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের পরিচালক রনজিৎ কুমার দাস, ইউপি চেয়ারম্যান বিদুৎ কান্তি দাস প্রমুখ।

সভায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্ডপে নিজস্ব আলোক ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।