মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিয়ম সভা করেছে মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ। ৭ অক্টোবর রোববার বিকেলে পৌর শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর সেবাশ্রম আদিত্যের মহালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক।

থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপাক বিধান চন্দ্র সাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহসভাপতি গোপাল দত্ত, পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের পরিচালক রনজিৎ কুমার দাস, ইউপি চেয়ারম্যান বিদুৎ কান্তি দাস প্রমুখ।

সভায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রতিটি মন্ডপে নিজস্ব আলোক ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, এবার বড়লেখা উপজেলায় ১৩৩টি মন্ডপে সার্বজনীন ও ১৯টি মন্ডপে ব্যক্তিগতভাবে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।