রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শ্রীমঙ্গলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রীর মৃত্যু
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় তাসনিমা বেগম (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিমা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাও এলাকার প্রাণ-আরএফএল গ্রুপের সেলস এক্সিকিউটিভ শিবলু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিবলু তার স্ত্রী তাসনিমাকে সঙ্গে করে মোটরসাইকেলযোগে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার যাচ্ছিলেন। পথে ভাঙা রাস্তার ঝাঁকুনিতে অসাবধানতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তাসনিমা। এ সময় পেছন থাকা বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল।