রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মাধবপুরে ভারতীয় নাগরিক আটক
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় দিলীপ সরকার (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। ১৯ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১১টায় আটককৃতকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত দিলীপ ভারতের বিশালগড় জেলার মাস্টার থানার আগরতলা উত্তর যোগন্ননগর এলাকার জগদীশ সরকারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বিকালে দিলীপ সরকার অবৈধভাবে ১৯৮৪-ফোর-এস পিলার অতিক্রম করে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালোয়াবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৫৫ বিজিবির রাজেন্দ্রপুর বিওপির নায়েক সুবেদার কাওছারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তাকে আটক করেছে।

বিজিবির সুবেদার কাওছার আহমেদ বলেন, আটক দিলীপ সরকাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক ভারতীয় নাগরিক দিলীপ সরকারকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।