শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মাদরাসায় শিক্ষকের স্ত্রী ও ছাত্রের গলাকাটা মরদেহ
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

গাজীপুরের একটি মাদরাসা থেকে শিক্ষকের স্ত্রী ও এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের ১৭ ওয়ার্ডের চান্দনা এলাকার হুফফাজুল কুরআন নামে ওই মাদরাসার ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হুফফাজুল কুরআন মাদরাসার অধ্যক্ষ ইব্রাহিম খলিল তালুকদারের স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও ছাত্র মামুন (৭)। মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শহিদের ছেলে।

নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কাউসিন্সল মো. রফিকুল ইসলাম জানান, নিহত মাহমুদার স্বামী ইব্রাহিম খলিল চান্দনা এলাকায় হ্ফফাজুল কুরআন মাদরাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। সেই হিসেবে মাহমুদা ওই মাদরাসায় থাকতেন। তার বোনের ছেলে মামুনও তার সঙ্গে থেকে ওই মাদরাসায় লেখাপড়া করতো। মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা মাহমুদা ও মামুনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাহমুদার মরদেহ ঘরে ও মামুনের মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের বাসন থানা পুলিশের ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।