শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে পালালো আসামি
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারবত ট্রেনে পুলিশের কাছ থেকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রের আলম (১৮) নামের এক আসামি পালিয়েছে। ১৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

তাকে পুনরায় ধরতে গিয়ে গাজীপুর সশস্ত্র শাখার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতাবস্থায় মোফাজ্জল ও ইব্রাহীম নামের ওই দুই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ মো. সাজিদুল হক জানান, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা আলম মৌলভীবাজার মডেল থানার মামলায় আটক হয়ে, গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে ছিল। এ মামলায় হাজিরা দিতে পুলিশ সদস্য মোফাজ্জল ও ইব্রাহীমের পাহারায় আলমকে সোমবার সিলেট কোর্টে নেওয়া হয়। হাজিরা শেষে ফেরার পথে ঢাকাগামী পারাবত ট্রেন থেকে আলম পালিয়ে যায়।