সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে তাজ উদ্দিন (৪৫) নামে ছিনতাই মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। ১৭ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার গোডাউন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. তাজ উদ্দিন উপজেলার পাতন গ্রামের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে।
র্যাব জানায়, তাজ উদ্দিনের বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।