মৌলভীবাজারে মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে সচেতন নাগরিক ফোরামের (সনাফ) ডাকা বুধবারের (১৯ সেপ্টেম্বর) অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ৩টায় সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ খালেদ সাইফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুনাহিম কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অচিরে মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপন করা হবে এই মর্মে পৌর মেয়র ফজলুর রহমানের আশ্বাসে হরতাল প্রত্যাহার করা হলো।
এর আগে ১৭ সেপ্টেম্বর সোমবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে দ্রুত মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবিতে এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
তার পর পরই একই দাবিতে কাজ করে আসা সব কটি সংগঠন এই হরতালের বিরোধীতা করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। স্বাস্থ্য মন্ত্রী ও প্রধানমন্ত্রীর ইতিমধ্যে মেডিকেল কলেজের ঘোষণা দেয়ার পরও এই হরতাল কর্মসূচি নিয়ে জনরোষে পড়ে সংগঠনটি।