ফিল্মি কায়দায় প্রাইভেট কার থামিয়ে ভেতরে থাকা তিন হিজড়াকে গুলি করেছে আরেকটি গাড়িতে থাকা দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন হিজড়াদের বহনকারী গাড়ীর চালকও।
সোমবার বেলা ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ তিন হিজড়া হলেন- শিখা, আব্দুলাহ ওরফে রাশিদা ও এলাইচ। গাড়ী চালকের নাম নূর নবী।
ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, একটি প্রাইভেটকারে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তিন হিজড়া ঢাকার উত্তরার উদ্দেশ্যে রওনা দেয়। আশুলিয়ার মরাগাং এলাকায় পৌঁছালে অপর একটি প্রাইভেটকারের ভেতরে থাকা কয়েকজন তাদের গতিরোধ করে।
দুর্বৃত্তরা হিজড়াদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে গাড়ীর চালকসহ তিন হিজড়া গুলিবিদ্ধ হন।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ভর্তি করা হয়েছে।