মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শুক্রবার হবিগঞ্জে আসছেন স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ ও হুইপ
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

শুক্রবার দুই দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আসম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম।

সফরে হবিগঞ্জ তাঁরা জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক আয়োজিত মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা নিয়ে এক কর্মশালায় যোগদান করবেন। দেশের ৩০ জন সংসদ সদস্যদের নিয়ে দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকালে সিলেটগামী পারাবত ট্রেনে জেলার শায়েস্তাগঞ্জ রেল জংশনে নামবেন তাঁরা। সেখান থেকে সড়ক পথে বাহুবল উপজেলায় অবস্থিত ‘দি প্যালেস লাক্সারি রিসোর্ট’ এ যাবেন।

শায়েস্তাগঞ্জ রেল স্টেশন মাস্টার মোঃ সাইফুল ইসলাম জানান, স্পিকারসহ জাতীয় সংসদের চার ব্যক্তি ট্রেনযোগে শায়েস্তাগঞ্জ আসবেন। তাই স্টেশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউএনডিপি আয়োজিত ‘মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা’ শীর্ষক দুইদিনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের স্পিকার উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় অংশগ্রহণ করবেন ডেপুটি স্পিকার, চীফ হুইপ ও হুইপ।