রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হাকালুকিতে দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের হাকালুকি হাওর থেকে মাছ ধরার দেড় লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে কুলাউড়া উপজেলা মৎস্য অফিস।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাকালুকি হাওরের কুলাউড়া অংশে উপজেলার ভাটেরা ইউনিয়নের আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী মৎস্য কর্মাকর্তা মীর আলতাফ হোসেন, মাঠ সহকারী কর্মকর্তা আলমগীর সরকার এবং এলাকার সচেতন নাগরিকরা।

এ সময় মাছ ধরার বিভিন্ন ধরেন দেড় লাখ টাকার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল কেটে নষ্ট করে দেয়া হয়।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, এসব জাল ব্যবহারের কোনো অনুমতি নেই। এই জাল ব্যবহার করে বিভিন্ন মাছের সঙ্গে পোনা মাছও ধরা হচ্ছিল। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।