হবিগঞ্জের মাধবপুরে বাস ও সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহজীবাজার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইউনিক বাসের চালক আবুল কালাম, সুপারভাইজার ইলিয়াস, সেনাবাহিনীর গাড়ির চালক রবিউল, সৈনিক মহিবুর, বাস যাত্রী আব্দুল আহাদ, আবুল হোসেন, গোলাম হোসাইন, জাহানারাসহ ১০ জন। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, সিলেট ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসা সেনাবাহিনীর একটি গাড়ি সাভার ক্যান্টনমেন্ট থেকে দুধ আনতে যাওয়ার পথে শাহজীবাজার হরিতলা নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়ে চালকসহ যাত্রীরা আহত হন। এ সময় দুর্ঘটনার কারণে মহাসড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে সেনাবাহিনীর গাড়িটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।