বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মাধবপুরে ৯৪ বস্তা সরকারি চাল জব্দ
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মীরনগর আদনান ব্রয়লার থেকে ৯৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে নিশ্চিত করে বলেন, সরকারী বস্তায় ভর্তি ২৫টি এবং একই চাউল অন্য বস্তায় ভর্তি ৬৯টি বস্তা জব্দ করা হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন বলেন, কিভাবে এই চাল ওই রাইচ মিলে গেলো তা তদন্ত করে দেখা হবে। সরকারের ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব চলমান কর্মসূচির আওতায় আন্দিউড়া ইউনিয়নে এরশাদ আলী ও আব্দুল হক নামে দুই জন ডিলার চাল বিতরণের দায়িত্বে ছিলেন। এছাড়া আন্দিউড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বিতরণের সময় মনিটরিং কর্মকর্তা ছিলেন। ডিলারের সহযোগিতায় চাল পাচার হয়েছে কিনা তাও দেখা হবে। ডিলার অনিয়ম করে থাকলে ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।