শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই



বিজ্ঞাপন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাঙ্গীরাই এলাকায় একটি বাণিজ্যিক মাকের্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ সেপ্টেম্বর বুধবার ভোরে উপজেলার জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা সংলগ্ন হাজী আব্দুল মজিদ কমপ্লেক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে।

খবর পেয়ে বড়লেখা ও কুলাউড়া দ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মার্কেটের একটি ব্যাটারীর দোকানের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগেই মার্কেট ও মালামাল পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসী ও দমকল বাহিনী সুত্রে জানা গেছে, জুড়ী উপজেলার জাঙ্গীরাই এলাকায় জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা সংলগ্ন হাজী আব্দুল মজিদ কমপ্লেক্সের একটি দোকানে বুধবার ভোরবেলা আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন মার্কেটের সবকয়টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে মাকের্টের ইজামা এন্ড রোকেয়া স্টোর, বিছমিল্লাহ ফাস্ট এইড ফামের্সী, বিলাল ভেরাইটিজ স্টোর, সাজিয়া ভেরাইটিজ স্টোর, করিম ফার্মেসী, একটি ফার্নিচার মার্ট, কুমিল্লা ট্রেডার্সসহ ১১টি দোকান ভস্মীভূত হয়।

বড়লেখা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, কুলাউড়া ও বড়লেখা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট যৌথভাবে দুইঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্কেটের একটি ব্যাটারীর দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগুনের সুত্রপাত হয়েছে।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিক ও জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।