মৌলভীবাজার সদর উপজেলা থেকে আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরতলীর পশ্চিম বড়হাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আরিফ একই এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে আরিফের ঘরের দরজা বন্ধ পায় পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে তার কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বিকেলে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।