বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

পাটখেতে বজ্রপাত, পুড়ে অঙ্গার ৪ জন
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

মাগুরায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার আঠারোখাদা গ্রামের রূপধর বিলে পাট কাটার সময় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আঠারোখাদা গ্রামের হোসেন মোল্যার ছেলে সামিন মোল্যা (১৫), মৃত পাঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্যা (৬০), ইদ্রিস মোল্যার ছেলে মোন্নু মোল্যা (২৮) ও কাঁশিনাথপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে আকরম (৫৫)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে রূপধর বিলে পাটখেতে কাজ করছিলেন কৃষকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আতিকুর রহমান।