শরীয়তপুরে নুরুন্নাহার (৬) নামে এক শিশু বাসচাপায় নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ননের মালতকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু নুরুন্নাহার রুদ্রকর ইউনিয়নের জাগির গ্রামের আজগর মাঝির মেয়ে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা। সেই সঙ্গে বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
নিহত শিশুর পরিবার ও পালং মডেল থানা সূত্র জানায়, নুরুন্নাহার তার বান্ধবীদের সঙ্গে শরীয়তপুর-নাগেপাড়া সড়কের মালতকান্দি এলাকা দিয়ে যাচ্ছিল। নাগেরপাড়া থেকে ছেড়ে আসা আহাম্মদ আমজাদিয়া নামক একটি যাত্রীবাহী বাস নুরুন্নাহারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুন্নাহার নিহত হয়।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বাসচালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। সেই সঙ্গে বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।