শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

আবখাজিয়ার প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত
খবর: এএফপি

খবর: এএফপি



বিজ্ঞাপন

জর্জিয়ার বিচ্ছিন্ন আবখাজিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সিরিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে রাশিয়ার সোচি বিমানবন্দর হয়ে নিজ দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

আবখাজিয়ার কেবিনেটের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পশুও ও সুখুমি অঞ্চলের মধ্যকার এক সড়কে দুর্ঘটনায় গেন্নাদি জাগুলিয়া (৭০) প্রাণ হারান। তবে তার গাড়ির চালক ও সিকিউরিটি গার্ড কেউ আহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উল্টোদিক থেকে আসা একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। একই গাড়িবহরের অন্য একটি গাড়িতে করে ফিরছিলেন দেশটির প্রেসিডেন্ট রাউল খাজিমবা। তবে তিনি কোনো আঘাত পাননি।

উল্লেখ্য, এক দশক আগে রাশিয়া ও জর্জিয়ার যুদ্ধ শেষে আবখাজিয়ার স্বাধীনতাকে যে কয়টি দেশ স্বীকৃতি দিয়েছে রাশিয়া তার অন্যতম। আবখাজিয়া ও সাউথ ওশেটিয়া জর্জিয়ার ২০ শতাংশ এলাকা নিয়ে দুটি বিচ্ছিন্ন প্রজাতন্ত্র।