মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন দলিল লেখক শেডে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির মৌখিক মনোনয়নে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি হাজী মীর মখলিছুর রহমান, সহ সভাপতি সন্দ্বীপ দাস, সাধারণ সম্পাদক শ্যামা কান্ত দাস, সিনিয়র সাধারণ সম্পাদক মানিক মোহন্ত, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন টুনু, সাংগঠনিক সম্পাদক এম. জুবের আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম কোষাধ্যক্ষ শ্রী সঞ্জু দাস, প্রচার সম্পাদক শ্রী চম্পক দাস, কার্যকরী সম্পাদক হিফজুর রহমান সুমন, সহ কার্যকরী সম্পাদক কামরুল ইসলাম।
শেষে নব-নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান সমিতির সাবেক সভাপতি খলিলুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি