বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখা ও জুড়ী হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন কাল, আসছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম আগামীকাল ৪ সেপ্টেম্বর মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় সরকারী সফরে আসছেন। তিনি হেলিকপ্টার করে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বরথল এলাকায় হ্যালিপ্যাডে এসে অবতরণ করবেন। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।

এদিন দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান করবেন। পরে বেলা ২টায় ৫০ শয্যা বিশিষ্ট বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বড়লেখা ও জুড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।