রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সিলেট আসছেন আজ
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার সিলেট আসছেন আজ শনিবার (১ সেপ্টেম্বর)। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের প্রটোকল শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি শনিবার বিকাল ৪টায় সড়ক পথে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। রাতে সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে আগামীকাল রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলরোডস্থ সিলেট চেম্বার ভবনে চেম্বার আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন। পরে মন্ত্রী সিলেট হাইটেক পার্ক পরিদর্শন করবেন। দুপুর সাড়ে ১২টায় মোস্তাফা জব্বার সিলেট ইলেকট্রনিক্স সিটির সেমিনারে যোগদান করবেন। ১২টা ৪০ মিনিটে মন্ত্রী সিলেট চেম্বার ভবন থেকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল ২টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।