হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শরীরে লতাপাতা পেঁচানো অবস্থায় নাঈম আহমেদ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ জুলাই বুধবার সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের বাঁশতলা এলাকার একটি নিচুস্থান থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
নাঈম উপজেলার লালকেয়ার গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহত শিশুর চাচা জালাল মিয়াকে (৬০) আটক করেছে পুলিশ।
একটি সূত্র জানায়, নিহত শিশু নাঈমের বাবা ফিরোজ এবং আটক জালাল মিয়া সম্পর্কে সৎ ভাই। তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজম সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।
বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসএম রাজু জানান, ২৮ জুলাই মঙ্গলবার বিকেলে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় নাঈম। এরপর শিশুটির কোনো খোঁজ মেলেনি। পরে মিরাশী ইউনিয়নের বাঁশতলা নামক স্থানে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা । তিনি আরো জানান, শিশুটির গলাসহ বিভিন্ন স্থানে হাতিলতা পেঁচানো ছিল। এ ঘটনায় নাঈমের বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।