বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বাড়ি যাওয়া হলো না দিরাইয়ের সরুফা’র
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বেপরোয়া বাসের চাপায় সরুফা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছেন। ২৮ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিরাই মদনপুর সড়কের সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সরুফা বেগম উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরুফা বেগম ঈদ উপলক্ষে মাতারগাঁও স্বামীর বাড়ি থেকে সুজানগর গ্রামে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। তিনি ঘটনার সময় মাতারগাঁও স্বামীর বাড়ি যাওয়ার জন্য দিরাই মদনপুর রাস্তার সুজানগর গ্রামের পাশে অটোরিকশায় উঠার সময় সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশ্যে ছেড়ে একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ ১১-০২৩৯) মহিলাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় দিকে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ডিউটি অফিসার এ এস আই মোঃ আবুল কাশেম।