বাহুবল উপজেলায় গ্রাম্য মাতব্বরদের বিরোধের জের ধরে জুনায়েদ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
২৫ আগস্ট শনিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার খাগাউড়া গ্রামের শামছুল ইসলাম ওরফে কাচা মিয়া, রায়হান ও আহমদ আলী।
এর আগে শুক্রবার রাত ৯টায় উপজেলার খাগাউড়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে জুনাইদ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, খাগাউড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।