বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে ঈদের জামাত কখন, কোথায়?
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেট নগরীর বিভিন্ন মসজিদ, ঈদগাঁহ ও মাঠে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে বয়ান করবেন, মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা।

এছাড়া সকাল ৮ টায় হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে, সকাল পৌনে ৮ টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। নগরীর মাছিমপুরের শেখ মৌলভী ওয়াকফ স্টেট জামে মসজিদে সকাল ৮ টায়, পশ্চিম পীর মহল্লার গৌসুল উলূম জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় সকাল পৌনে ৮ টায়, দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে ১ম জামাত সকাল ৭ টায় এবং ২য় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।