শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে ভোগান্তির নাম বিদ্যুতের প্রিপেইড কার্ড!
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটে ভোগান্তির অন্য নাম বিদ্যুতের প্রিপেইড কার্ড! ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিদ্যুতের প্রিপেইড মিটারের কার্ড সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। এ অবস্থায় সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থেকেও রোববার অনেকে প্রিপেইড কার্ডের নাগাল পাননি।

নগরীর মহাজনপট্টি এনসিসি ব্যাংক, মিরাবাজারের ন্যাশনাল ব্যাংক, শিবগঞ্জে ইউসিসি ব্যাংক, উপশহরে বিদ্যুত অফিসসহ সবকটি শাখায় দীর্ঘলাইন। ঘামে জবুথবু গ্রাহক। প্রিপেইড কার্ড দিয়ে বিদ্যুত কিনতে  কষ্ট সহ্য করেও লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা।

পবিত্র ঈদুল আজহা এবং সাপ্তাহিক ছুটির কারণে আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিদ্যুতের প্রিপেইড মিটারের কার্ড বিক্রি বন্ধ থাকবে। এ কারণে সপ্তাহের প্রথম দিনে কার্ড বিতরণকারী বিভিন্ন ব্যাংকের শাখায় ভীড় করছেন গ্রাহকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্ড প্রদানে নিয়োজিত ব্যাংকে বুথ কম থাকায় নিয়োজিত কর্মকর্তাকে হিমশিম খেতে হচ্ছে। আর এ কারণেই সাধারণ গ্রাহকদের এই ভোগান্তি।

গ্রাহকদের দাবি, ব্যাংক ছাড়াও মুঠোফোনের মাধ্যমে যদি প্রিপেইড মিটারের কার্ড সংগ্রহ করা যেত তাহলে তাদের ভোগান্তি অনেকটা কমতো।

এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের নির্বাহীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে। যে কারণে টানা পাঁচদিন বন্ধ থাকছে কার্ড বিতরণ।