সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দু`পক্ষের সংঘর্ষে ফারুক আহমদ (৪২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।
১৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌরসভাস্থ বায়মপুর সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমদ পৌরসভার বায়মপুর গ্রামের মৃত আসদ রাজার পুত্র। তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, ৩ বছর পূর্বে ফারুক আহমদ লন্ডন থেকে বাড়িতে চলে আসেন।
আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার বায়মপুর গ্রামের মৃত আরব আলীর পুত্র ইসলাম উদ্দিন গংদের সাথে নিহত ফারুক আহমদ গংদের সাতবাঁক ইউপির কুওরেরমাটি গ্রামের ৬৬শতক ফসলী জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ নিয়ে পূর্বেও দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ৬টায় ফারুক আহমদ তার ভাই আলা উদ্দিন ও মাসুক আহমদ গংরা বিরোধীয় জমিতে ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষ ইসলাম উদ্দিন, তার ভাই সাবেক ইউপি সদস্য শরীফ উদ্দিন ও আব্দুন নুর গংরা বাঁধা প্রদান করেন। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, সাতবাঁক ইউনিয়নের কিছু ফসলী জমি নিয়ে বায়মপুর গ্রামের আরব আলীর পুত্র ইসলাম উদ্দিন ও লন্ডন প্রবাসী ফারুক আহমদের বিরোধ চলছিল। ঐ জমিতে চাষাবাদ করতে গেলে সংঘর্ষ বাধে। গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়াকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।