বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট বুধবার জাতীয় পতাকা অর্ধ নমিত করা, কালো পতাকা উত্তোলন, শোক র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা এক শোক র্যালি বের করেন। র্যালিটি স্থানীয় শাহবাজপুর বাজার প্রদক্ষিণ করে প্রতিষ্ঠানের শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের বিদ্যালয় শাখার সিনিয়র শিক্ষক আব্দুল মতিন। বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল আখতার হোসেন, সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য সেলিম উদ্দিন প্রমুখ।