এমসি কলেজ এক্স স্টুডেন্টস্ এসোসিয়েশন ফ্রান্স’র সেক্রেটাররি আব্দুল হামিদের সম্মানে লন্ডনে পৃথক নৈশভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় লন্ডনের হোয়াইটচ্যাপেলস্থ আল বারাকা রেস্টুরেন্টে মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নৈশভোজ অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সুলতান আহমদ, আজিম উদ্দিন, জুডী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি আব্দুস সামাদ রাজু, লিগ্যাল কনসালট্যান্ট মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
অন্যদিকে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে মোহাম্মদ আব্দুল হামিদের সম্মানে অনুষ্ঠিত নৈশভোজ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তাজ উদ্দিন, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি আব্দুস সামাদ রাজু, সোহেল আহমদ, সাংবাদিক সেলিম উদ্দিন, ময়নুল ইসলাম, মোহাম্মদ আলী, রুনু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রোববার ম্যানচেস্টারে অনুষ্ঠিত এমসি কলেজের ১২৫ বছরপূর্তি রিইউনিয়ন অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে লন্ডনে আসেন এমসি কলেজ এক্স স্টুডেন্টস্ এসোসিয়েশন ফ্রান্স’র সেক্রেটাররি মোহাম্মদ আব্দুল হামিদ।
সংবাদ বিজ্ঞপ্তি