আমেরিকার মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ নভেম্বর। ওইদিন নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির বোর্ড অব এডুকেশনের নির্বাচনে ৫টি কমিশনার পদের জন্য লড়াই হবে। কমিশনার পদে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোসলেহ উদ্দিন।
তিনি ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মোসলেহ উদ্দিন সিটির শিক্ষার মান বৃদ্ধি, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুনিশ্চিত ভবিষ্যত গঠনের জন্য প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন।
আমেরিকায় উচ্চ শিক্ষায় শিক্ষিত অনন্য মেধাবী মোসলেহ উদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা নিউজার্সির প্যাটারসন সিটিতে। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ প্যাটারসনের বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দীনের ছেলে।
যুক্তরাষ্ট্রের প্যাটারসনে বোর্ড অব এডুকেশন নির্বাচনে কমিশনার পদে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মোসলেহ উদ্দিন বলেন, নির্বাচিত হলে প্যাটারসনে অভিবাসী বাংলাদেশিদের শিক্ষার অধিকার ও আদর্শ নতুন প্রজন্ম গড়ে তুলবেন।