আরব আমিরাতের দুবাইয়ে মৌলভীবাজারের প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদ আয়োজনে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি এনআরবি ব্যাংকের পরিচালক সমাজসেবক আব্দুল করিমের সভাপতিত্বে ও আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই সফরত বড়লেখা নারী শিক্ষা অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই সফররত বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ তাজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও প্রবাসী বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি মুজিবুর রহমান।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন কামরান আনোয়ার, সুহেল আহমদ, কয়েছ উদ্দিন, হানিফ উদ্দিন, কামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মৌলভীবাজারের অনিন্দ্য সুন্দর উপজেলা বড়লেখার প্রাকৃতিক ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি