নাম লজ্জাবতী বানর তবে বাদরামির লেশমাত্র নেই। লজ্জা শরমের এক প্রতীকি ছবি দেখা যায় তাদের মাঝে। দিনের বেলায় দুই পায়ের মাঝখানে মাথা গুজিয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। অনেক এলাকায় এদেরকে মুখচোরা বানরও বলে। তবে বানর প্রজাতির মধ্যে এরা আবার শামুক বানরও বলে পরিচিত। এরা মাঝে মাঝে গাছের মগ ডালে পা দিয়ে আকড়ে ধরে উল্টো হয়ে ঝুলে থাকে। ঘন চির সবুজ বনে এদের বসবাস। চলাচল করে খুব ধীরস্থিরে। দিনের বেলায় বের হয় না, নিজেকে আড়ালে রাখতে পছন্দ করে। যত্রতত্র ঘুরাঘুরি করে না, নিজের এলাকায় ছেড়ে যেতে চায় না।
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, রেমা কালেঙ্গা বনবিট, সাতছড়ি জাতীয় উদ্যানসহ সিলেট ও চট্টগ্রামের ঘন সবুজ বনে এদের দেখা যায়। তবে সে দেখা খুব হাতে গুনা। কারণ এরা নিশাচর প্রাণি এবং দিনের বেলায় গহীন বনের জঙ্গলের ভেতর এক জায়গায় শামুকের আকার ধারণ করে বসে থাকে। পরিবারসহ এদের দেখা মিলা খুব বিরল ঘটনা।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে প্রাণি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বন্যপ্রাণি গবেষক ড. মনিরুল হাসান খান জানিয়েছেন, উনার প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশে একমাত্র প্রাণিজগতের আলোকচিত্রী আদনান আজাদ আসিফ লজ্জাবতি বানরের বাচ্চাকাচ্চাসহ এক সঙ্গে দেখতে পেয়েছেন এবং তাদের ছবি তুলেছেন। তবে তাদের সংখ্যা কত প্রাণিবিদদের কাছে এর সঠিক কোনো হিসাব নেই। তবে আশঙ্কাজনক ভাবে কমছে এদের সংখ্যা। কিছুদিন যাবৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান বিভাগের ছাত্র হাসান আল-রাজী চয়নের নেতৃত্বে একটি গবেষক দল এদেরকে নিয়ে গবেষনা শুরু করেছে। এরা একজন দুই জনের দলে থাকে তবে বাচ্চা।
বর্তমানে বাংলাদেশে প্রাণি জগতের বেশিরভাগ প্রাণি আজ বিরল বা বিপন্ন প্রজাতিতে অন্তর্ভুক্ত হচ্ছে। আর দিনে দিনে যত বেগে প্রাণি কমছে তত বেগেই প্রকৃতি হারাচ্ছে তার স্বাভাবিক প্রাকৃতিক ভারসাম্য। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তা মানব সমাজের জন্যও হুমকি হয়ে দাঁড়াবে। বৈচিত্রময় সুন্দর প্রাণি জগতের অন্যতম সুন্দর এ প্রাণিদের একটি হচ্ছে লজ্জাবতী বানর। লজ্জাবতী বানর বনের ঝোপঝাড়ে তেমন একটা নামে না এরা লম্বা গাছগুলোর মগডালে থাকে।
প্রাণি জগতের আলোকচিত্রী ও বণ্যপ্রাণি গবেষক আদনান আজাদ আসিফ জানান, লজ্জাবতী বানর নিশাচর প্রাণি। বছরে একবার একটি করে বাচ্চা দেয়। তাদের ইংরেজি নাম ঝষড়ি ষড়ৎরং এবং বৈজ্ঞানিক নাম Nycticebus coucang। গহীন সবুজ বনের ভেতরে লম্বা গাছের মগডাল থেকে গাছের কচিপাতা, গাছের আটা, কষ, ছোট ছোট পোকামাকড়, ছোট পাখি ও এবং বিভিন্ন প্রাণিদের ডিম এদের খাদ্যের তালিকায়ে রয়েছে। তবে অন্য বানরের মত হাত দিয়ে খায় না পাখির মত সরাসরি মুখ লাগিয়ে খায়। খুব শান্ত স্বভাবের। অন্যান্য বন্য প্রাণির চেয়ে তারা বেশ ধীরে চলে। বিশেষ প্রয়োজন না হলে দিনে এরা চলাচল করে না। অন্য প্রজাতির বানরের চেয়ে এদের লেজ খুবই ছোট সাধারণত ৩০-৩৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। যা দূর থেকে তেমন একটা চোখে পড়ে না। সাধারণত একটা করে বাচ্চা দেয়।