বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির শ্রেষ্ঠ কর্মকর্তা
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মান পেলেন গোলাপগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মামুন অর-রশিদ। বিদ্যুৎ ও জ্বালানী সাপ্তাহ ২০১৮ উপলক্ষে দেশের বিদ্যুৎ বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তাদের নাম সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘোষণা করে। এতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে মোহাম্মদ মামুন অর-রশিদের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতি বছর কর্ম দক্ষতা, সততা, আন্তরিকতাসহ বিভিন্ন বিষয়ের উপর কর্মকর্তাদের শ্রেষ্ঠত্বের সম্মান প্রদান করে থাকে। চলতি বছরের বিদ্যুৎ ও জ্বালানী সাপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যাদেরকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় তাদের মধ্যে গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মামুন অর-রশিদকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়েছেন। এর পূর্বেও ২০১৬ সালের বিদ্যুৎ ও জ্বালানী সাপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হলে তৎকালীন কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডিজিএম থাকাকালীন সময়ে তিনি শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মান লাভ করেছিলেন।

গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মামুন অর-রশিদ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১এর শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে স্বীকৃতি লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, সেক্রেটারী সেলিম আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ডিজিএম মোহাম্মদ মামুন অর-রশিদ ২০১৭ সালের ১২ এপ্রিল যোগদান করেন। তিনি পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসকে দুর্নীতি ও হয়রানিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করেন। গ্রাহকদের কাঙ্খিত মানের সেবা প্রদানে অক্লান্ত পরিশ্রম আর সততার দৃষ্টান্ত স্থাপন করে গোলাপগঞ্জ জোনাল অফিসকে একটি মডেল অফিস হিসেবে প্রতিষ্ঠা করেন।